ঢাকা: মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইউনিসেফ।
এছাড়া নতুন কারিকুলাম প্রণয়নে ইউনিসেফ যে সহযোগিতা করছে, তা অব্যাহত রাখবে এবং শিক্ষকদের প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে।
বুধবার (১৭ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রতশ্রুতি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের চিফ অব এডুকেশন ডিপা সংকর, বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের এডুকেশন ম্যানেজার ইকবাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
এমআইএইচ/এমজেএফ