রাঙামাটি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ মে) সকাল ১১টায় শুরু হয় পরীক্ষা, শেষ হয় দুপুর ১২টায়।
এদিকে পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সেলিনা আখতার। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ড. কাঞ্চন চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এবারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি ক্যাম্পাসসহ তিনটি কেন্দ্রে দুই হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সুন্দর ও আনন্দমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১০ মে ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। তাতে অংশ নেবেন তিন হাজার ২০৪ জন পরীক্ষার্থী।
এর আগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি ক্যাম্পাসসহ আটটি কেন্দ্রে আট হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
উপাচার্য বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে পেরে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে শেষ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ০৩, ২০২৪
এসআই