ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

উপজেলা নির্বাচন

বুধবার বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ৭, ২০২৪
বুধবার বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা

ইবি (কুষ্টিয়া): উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন বুধবার (৮ মে) বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা।  

মঙ্গলবার (৭ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণায়ের স্মারক নং ০৫.০০.০০০০.১৭৩.০৮.০২০.২৪.৫৩, ০৬ মে ২০২৪ মোতাবেক ১৪১টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন আগামীকাল বুধবার (৮ মে) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় ৮ মে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।  

তবে অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরিসেবা (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।

০৮ মে ছুটির সময়সূচি অনুযায়ী বাস চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মে ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।