ঢাকা: ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় অন্যান্য বিষয়ের তুলনায় গণিতে খারাপ ফলাফল করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র দেখা যায়।
পরে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার উপস্থিত ছিলেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডে গণিত বিষয়ে ৯১ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ঢাকা বোর্ডে ৮৭ দশমিক ৭২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৩ দশমিক ৭৪ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৮৭ দশমিক ৯৬ শতাংশ, যশোর বোর্ডে ৯৮ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯২ দশমিক ৩৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৯২ দশমিক ৯৬ শতাংশ, সিলেট বোর্ডে ৯৩ দশমকি ৬১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৮ দশমিক ১০ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯ দশমকি ৫১ শতাংশ ও মাদরাসা বোর্ডে ৮৭ দশমিক ৩৬ শতাংশ।
গণিত ব্যতিত অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের পাসের হার প্রায় ৯৫ শতাংশের বেশি।
গণিত ব্যাতিত অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের পাসের হার তুলনামূলক বেশি দেখা গেছে। বাংলায় ৯৮ দশমিক ১৫ শতাংশ, ইংরেজিতে ৯৫ দশমিক ২৫ শতাংশ, পদার্থ বিজ্ঞানে ৯৭ দশমিক ৬৫ শতাংশ, রসায়নে ৯৮ দশমিক ১০ শতাংশ, আইসিটিতে ৯৭ দশমকি ৯৬ শতাংশ, হিসাব বিজ্ঞানে ৯৭ দশমিক ১৫ শতাংশ ও পৌরনীতিতে ৯৭ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ১২, ২০২৪
এসসি/জেএইচ