রাজধানীর এ কে উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ১৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৮৫ জন। পাসে হার ৯৮.৬৫ শতাংশ।
রোববার (১২ মে) দুপুরে ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে এ কে উচ্চ বিদ্যালয়। বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রম কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার ভালো ফলাফলের নেপথ্যে বিশেষ ভূমিকা রেখেছে বলে স্কুল কর্তৃপক্ষ মনে করে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাউদ্দিন বলেন, দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান এ কে স্কুল অ্যান্ড কলেজ এবারের এসএসসি পরীক্ষায় পূর্বের মতো ধারাবাহিক সাফল্য অর্জন করায় শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
এবারের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে বিজ্ঞান বিভাগে ৮৫৯ জন অংশ নেয়। এরমধ্যে ৮৫৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫৮ জন।
মানবিক বিভাগে ৬৫ জন অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন।
বাণিজ্য বিভাগ থেকে ৪৬১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১২, ২০২৪
জেএইচ