ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলা সাহিত্যের প্রতিটি বাঁকে মিশে আছেন বিদ্রোহী কবি: ববি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
বাংলা সাহিত্যের প্রতিটি বাঁকে মিশে আছেন বিদ্রোহী কবি: ববি উপাচার্য

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, সত্যিকার অর্থে বাংলা সাহিত্যের প্রতিটি বাঁকে মিশে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তাকে বাদ দিলে বাংলা সাহিত্য নির্জীব।

তিনি মিশে আছেন আমাদের জীবনের সঙ্গে, জীবন বোধের সঙ্গে। তিনি সমতার কবি, সাম্যের কবি। কাজী নজরুল ইসলাম বিশ্ব মানবতার কবি।

রোববার (২৬ মে) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়েরে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার, সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার এবং সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন।

বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়ের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরি, প্রক্টর ড. আব্দুল কাইউমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় নজরুল সংগীত।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ২৬, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।