ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, মে ৩০, ২০২৪
রুয়েটে দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল শুরু

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে রুয়েট শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কনস্ট্রাকশন কার্নিভাল শুরু হয়।

এ উপলক্ষে প্রথমেই শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে কার্নিভাল উদ্বোধন করেন তিনি।

কনস্ট্রাকশন কার্নিভাল উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রবিউল আওয়ালের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, হাউস অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম, ফরিদপুর রিভার রিসার্চ ইনস্টিটিউট পরিচালক পিন্টু কানুনগোয়, রুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন। এতে বিভিন্ন অনুষদের ডিন, সব পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী আয়োজিত এ কার্নিভালে ওয়ার্কশপ, ক্যাড এক্সপার্ট কনটেস্ট, রেন্ডার র‌্যামপেজ, মেকামাইন্ড, আইডিয়া কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, স্মার্ট ম্যানেজমেন্ট মাইস্ট্রো, অর্চি ক্যাপচারসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট অনুষ্ঠিত হবে।

কার্নিভালে রুয়েট, বুয়েট, কুয়েট, ডুয়েট, আইইউটি, পাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক গবেষক ও শিক্ষার্থী অংশ নিচ্ছেন।  

রুয়েটে দুই দিনব্যাপী আয়োজিত এ কনস্ট্রাকশন কার্নিভালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৩১ মে) বিকেলে বিইসিএম বিভাগে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ৩০, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।