ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা বাতিলের দাবিতে বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ৯, ২০২৪
কোটা বাতিলের দাবিতে বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ-মিছিল

বরিশাল: কোটা পদ্ধতি বাতিল ও চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ব্রজমোহন কলেজ শিক্ষার্থীরা।

রোববার (০৯ জুন) বেলা ১১টায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার যে পদ্ধতি বাতিল করেছিলে সেটা পুনরায় চালু হলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবেন। ২০১৮ সালের কোটা প্রথা বাতিল করে যে রায় দিয়েছে, সেটি বহাল চান শিক্ষার্থীরা।

বক্তারা আরও বলেন, আমরা চাচ্ছি যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। কোটা পদ্ধতি বাতিল না হলে ভবিষ্যতে তরুণ প্রজন্ম বৈষম্যের স্বীকার হবে। এই বৈষম্য বহাল থাকলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে এর বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন কলেজের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস পরিদর্শন করে সামনের সড়ক প্রদক্ষিণ করে কলেজের জিরো পয়েন্ট এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।