ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এসএসসি পুনঃনিরীক্ষণ: ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল ৩৪৪ শিক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এসএসসি পুনঃনিরীক্ষণ: ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেল ৩৪৪ শিক্ষার্থী

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল মঙ্গলবার (১১ জুন) প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১২৭ জন।

আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৪৪ জন।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন ৭০ হাজার ১২৯ জন। তারা মোট ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি পত্রের ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এরমধ্যে ২ হাজার ৭২৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে নয়টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

এদিকে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৩ জুন রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে ১১ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।