ঢাকা: ২৪ জুনের আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ থেকে আবারও তিন দিনের কর্মবিরতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন সমিতির সদস্যরা।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এ সময় গত ১৩ মার্চ জারি করা প্রত্যয় স্কিম সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবি জানান শিক্ষকরা।
দাবি আদায় না হলে আগামী ৩০ জুনের পূর্ণদিবস কর্মবিরতি এবং ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেন তারা। এ সময় শিক্ষকরা ক্লাস-পরীক্ষাসহ কোনো দাপ্তরিক ও একাডেমিক কাজে অংশ নেবেন না।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাসে যাবেন না। কোনো দাপ্তরিক কাজে অংশ নেবেন না। আমাদের ওপর চাপিয়ে দেওয়া প্রত্যয় স্কিম বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এমএম