বাগেরহাট: বাগেরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৯৮ শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এবার এইচএসসি, আলিম ও কারিগরি মিলিয়ে জেলায় ১০ হাজার ২৩৩ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল।
প্রথম পরীক্ষার দিন রোববার (৩০ জুন) বিকেলে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এইচএসসি সাধারণের সাত হাজার আটজন, আলিমের এক হাজার ৩৭৮ জন এবং কারিগরি শাখার এক হাজার ৮৪৭ জন শিক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। এর মধ্যে এইচএসসি সাধারণে ৯৩, আলিমে ৭৮ এবং কারিগরি বিভাগে ২৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
মোট ৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এসআই