বরিশাল: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ রোভার স্কাউট গ্রুপের তিন রোভার বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছেন। তিন শিক্ষার্থী হলেন - সিনিয়র রোভার মেট অভিজিৎ দাস, রাশেদ ইমরান ও রবিন চন্দ্র মজুমদার।
রোববার (৭ জুলাই) সকাল ৭টায় পাঁচ দিন ব্যাপী এ যাত্রা শুরু করেন তারা। যাত্রা শেষ হবে ১১ জুলাই।
রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেতে পরিভ্রমণ ব্যাজ অর্জন করতে এই পরিভ্রমণ সম্পন্ন করবেন তারা।
পাঁচদিন ব্যাপী এই প্রোগ্রামে এ তিন রোভার বাকেরগঞ্জ, পটুয়াখালী কলাপাড়া কুয়াকাটা পায়ে হেঁটে পরিভ্রমণ করবে। এই সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান তারা বহন করবেন।
স্লোগানগুলো হলো- ‘রোভারিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’, ‘আমরাই গড়ব আগামীর সুন্দর পৃথিবী’ এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’।
পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এমএস/এসএএইচ