ঢাবি: কোটা নিয়ে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’র কারণে চার ঘণ্টা ধরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ রয়েছে। আজ রাত ৯টা পর্যন্ত এভাবেই বন্ধ থাকবে সড়কগুলো।
রোববার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক অবরোধ শুরু করেন।
এ সময় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত মোড় বন্ধ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ আশপাশের কলেজ নিয়ে চানখারপুল মোড় অবরোধ করেন।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও সড়কে অবস্থান নেন।
এতে মিরপুর থেকে যাত্রাবাড়ি, হানিফ ফ্লাইওভারসহ সংযুক্ত সব সড়ক ৪ ঘণ্টা ধরে অচল রয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড় বন্ধ করে দিয়েছেন। ফলে সায়েন্সল্যাব থেকে মৎস্য ভবন, শাহবাগ থেকে বাংলামোটর, মিন্টু রোডসহ সংযুক্ত একাধিক সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
আন্দোলনের সমম্বয়করা জানান, আজ রাত ৯টা পর্যন্ত অবস্থানের পরিকল্পনা রয়েছে তাদের। ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে তারা আন্দোলন করছেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এসএএইচ