শাবিপ্রবি, (সিলেট): বৃষ্টি উপেক্ষা করে কোটা বাতিলের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।
চতুর্থ দিনের মতো সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
বুধবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপান্তরিত হয়। পরে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ৫২ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানেনা ইত্যাদি স্লোগান দেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।
কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা বলেন, সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা বাতিলের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এর কোনো সমাধান আসবে না ততক্ষণ আমরা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাব। তাই সরকারের কাছে আহ্বান যতদ্রুত সম্ভব কোটা সংস্কার করে নতুন পরিপত্র জারি করুক।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এএটি