ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে হামলার ঘটনায় খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
ঢাবিতে হামলার ঘটনায় খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

খুলনা: কোটা সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিরোপয়েন্টে অবস্থান নেন।

এ সময় খুলনা-সাতক্ষীরা এবং খুলনা-ঢাকা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অবস্থান সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকে ।  

খুবি শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সশস্ত্র হামলায় অসংখ্য শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন। আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একইসঙ্গে তারা ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এমআরএম/আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।