ঢাকা: কোটা সংস্কারের দাবিতে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশে যান চলাচল ধীরগতি রয়েছে।
বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোজ্জামেল হক জানান, সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী সড়কে যান চলাচল আংশিক চালু রয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসজেএ/আরবি