ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর, শিয়ালবাড়ি মোড় ও মিরপুর বেড়িবাঁধ এলাকার সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও ইউল্যাব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা গাবতলী-মোহাম্মদপুর রাস্তা আটকে রেখেছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার পর থেকে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এ আন্দোলনে মিরপুর-১০ নম্বর এলাকাসহ চারপাশের যানচলাচল বন্ধ রয়েছে। মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও শিয়ালবাড়ি মোর এলাকায় বিইউবিটি ও বেড়িবাঁধ এলাকায় মানারাত ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমা জানান, মিরপুর-১০ নম্বরে আন্দোলন করছেন। ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে যান চলাচল বন্ধ আছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এমএমআই/এসআইএস