নীলফামারী: কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তারা বেরোবির উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের বাসভবনে আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ কাণ্ড ঘটানোর আগে উপাচার্যের বাসভবনে পাহারারত পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনরতদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান বলে জানা গেছে। আগুনের কারণে বেরোবি ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ তার বাসভবনে আটকা পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী।
তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে ভিসি স্যারের বাড়িতে পাহারারত পুলিশের আগুন দেয়। এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা ভিসি স্যারের বাসভবনের ভেতরে ছোট ছোট ঘরে আগুন লাগিয়ে দেয়।
মোহাম্মদ আলী বলেন, ভিসি স্যার এখনও বাড়ির ভেতরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। এখনও ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি। ভেতরের অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করেন।
বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে কয়েকজন সাংবাদিক আটকা পড়েছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এমজে