ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ, ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ, ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী সহিংসতার জেরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার শেখ রেজাউল করিম স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা স্বার্থে আবাসিক ফলগুলো বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।