মাগুরা: মাগুরায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়না মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, সকাল থেকে শিক্ষার্থীরা ভায়না এলাকায় অবস্থান নেন। তারা ভায়না গোল চত্বরে কোটা সংস্কারের দাবি তুলে নানা স্লোগান দেন। এসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
তবে লাঠিপেটা ও রাবার বুলেট ছোড়ার কথা অস্বীকার করে মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কুলিমুল্লাহ বলেন, কোটা সংস্কারের দাবিতে ভায়না মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এসময় ছাত্রছাত্রীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ কয়েকজনকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসআই