ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি: শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে অফিস চালু

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
ইবি: শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে অফিস চালু

ইবি (কুষ্টিয়া): শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসগুলো খুলেছে। সরকারি সিদ্ধান্তের আলোকে অফিসসমূহ খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।  

পুরোদমে কবে থেকে অফিস চালু হবে তা সরকারি সিদ্ধান্ত এলে জানা যাবে।  

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশনা দেয় কমিশন। পরে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২৬৪ তম (জরুরি) সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

সেদিন দুপুর ১টার মধ্যে ছাত্রদের এবং পরদিন ১৭ জুলাই সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ হবে। তবে কবে নাগাদ তা খুলে দেওয়া হবে নির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।