ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): শিক্ষক ও শিক্ষার্থীদের হয়রানি-সহিংসতার বিরুদ্ধে বৃহস্পতিবার (১ আগস্ট) প্রতিবাদ সভা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
বেলা ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জড়ো হবেন।
বুধবার (৩১ জুলাই) গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিভাগের অধ্যাপক সেলিম রায়হান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও কর্মচারী আগামীকাল অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১১টায় শিক্ষার্থী ও শিক্ষকদেরকে হয়রানি-সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য জমায়েত হবো। অন্য সকল বিভাগের শিক্ষক, কর্মচারীদের আমাদের সাথে যোগ দিতে আহ্বান জানাই।
এদিকে, শিক্ষকদের পক্ষ থেকে বিভাগের শিক্ষার্থীদের এই আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এমজে