ঢাকা: নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নানা সংবাদ গণমাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এ পরিস্থিতিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির কোন নিরাপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুরোধ জানাচ্ছে।
এতে আরও বলা হয়, এনএসইউ’র কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টর অফিসকে অবহিত করার আহ্বান জানানো হল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ নিরাপত্তা ও মঙ্গল কামনা করছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা,জুলাই ২০২৪
এমআইএইচ/এমএম