খুলনা: কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা, গুম, নির্যাতন ও আটকের প্রতিবাদে মাথায় লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বৃষ্টি উপেক্ষা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে শিক্ষকরা মানববন্ধন করেন।
মানববন্ধনে আর্টিটেকচার ডিসিপ্লিনের ড. অনির্বাণ মুস্তাফা বলেন, এ প্রজন্ম আমাকে শিখিয়েছে দাসত্বের শৃঙ্খল কীভাবে ভাঙতে হয়। এক্ষেত্রে আমার ছাত্ররাই আমার শিক্ষক। আমি এখানে বিচারের দাবি নিয়ে আসিনি কারণ রাষ্ট্র যখন গুলি করে তখন বিচার পাওয়া যায় না।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি। পাকিস্তান আমলে লুঙ্গি খুলে ধর্ম যাচাই করা হতো আর এখন মোবাইল ফোন দেখে রাজনৈতিক আদর্শ বিচার করা হচ্ছে। তাহলে পার্থক্য কোথায়? ছাত্রদের ম্যাচ ও বাসায় গিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর চলমান হয়রানি ও সহিংসতা বন্ধের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৪
এমআরএম/আরবি