ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের কারণে সহিংসতায় নতুন সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় তা হবে কিনা- এ সিদ্ধান্ত হবে বুধবার (৭ আগস্ট)।
আগামী ১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল সিদ্ধান্ত জানানো হবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এমআইএইচ/এমজে