ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দুই শব্দ লিখেই পদত্যাগ করলেন কলেজঅধ্যক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
দুই শব্দ লিখেই পদত্যাগ করলেন কলেজঅধ্যক্ষ

বরিশাল: একটি সাদা কাগজে মাত্র দুই শব্দ লিখে পদত্যাগ করেছেন ব‌রিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শুকলা রানি হালদার।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

 

ওই পদত্যাগপত্র মন্ত্রণালয় কিংবা কলেজ পরিচালনা কমিটিকে দেওয়া হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি। সাদা কাগজে  ‘পদত্যাগ করলাম’ লিখে অধ্যক্ষ স্বাক্ষর করে নিচে সিল দিয়েছেন।  

অধ্যক্ষ শুকলা রানি হালদার বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাধারণ শিক্ষার্থীদের নামে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ প্রধানদের যেভাবে পদত্যাগ করানো হয়েছে, আমার ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করেছে। শেষ বয়সে এসে ছেলে-মেয়ে সমতুল্য শিক্ষার্থীদের হাতে অপদস্থ হতে চাইনি। তাই তাদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছি।

এদিকে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির ও অনিয়মের অভিযোগ তুলে বেলা ১১টা থেকে কলেজ চত্বরে অবস্থান নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময়ে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবি তোলেন।  

শিক্ষার্থীরা জানান, শুকলা রানি অধ্যক্ষ হিসেবে কলেজে যোগদানের পর থেকে বিভিন্ন সময়ে কলেজের তহবিল থেকে অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তিনি এসব দুর্নীতি করছেন। কেউ কিছু বলতে সাহস পায়নি। এখন দেশ সংস্কার চলছে। তাই দুর্নীতিবাজ অধ্যক্ষকে কলেজ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
এমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।