ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদে মিলাদুন্নবী

ঢাবিতে চলছে ৫ হাজার লোকের রান্না 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
ঢাবিতে চলছে ৫ হাজার লোকের রান্না 

ঢাকা: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে নাত ও মিলাদের মাহফিল ‘দাওয়াত-এ ইশক’। এই অনুষ্ঠানে বিতরণের জন্য তাবারুক রান্নার কাজ শুরু হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের আয়োজনে অনুষ্ঠানটিতে প্রায় ৫ হাজার প্যাকেট তাবারুক বিতরণ হবে।  

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই রান্নার কাজ শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের পক্ষে মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, রোববার (আজ) বাদ মাগরিব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ‘দাওয়াত-এ ইশক’ অনুষ্ঠানটি শুরু হবে।  তবে রান্নার সুবিধার্থে আমরা দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারের পেছনের এলাকাটি বেছে নিয়েছি।

মাহফিল আয়োজক কমিটির সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব মজুমদার বলেন, দাওয়াত-এ ইশক একটি সার্বজনীন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দল-মত নির্বিশেষ সবার দাওয়াত থাকবে। আমরা আমাদের নবীজি হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে  ভালোবাসি।  সেই ভালোবাসা থেকেই এ আয়োজন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।