জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। বন্ধু-সহপাঠী সবাই পরীক্ষার হলে ফিরলেও ফেরেনি ইকরামুল হক সাজিদ।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিভাগটির মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন সময়ে দেখা যায় ৩১৫ নম্বর কক্ষের একটি আসনে ফুল ও বাংলাদেশের পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ বলেন, আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসঙ্গে প্রস্তুতি নিতাম। আসলে সাজিদ না থেকেও আমাদের মাঝেই আছেন। এই বিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
সাজিদের আরেক বন্ধু রনি বলেন, গত ২৭ ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দেই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরলেন।
হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসতো, তাই তাকে স্মরণ করেই এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে। ’
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস