ঢাকা: সরকারের পট পরিবর্তনে লটারির মাধ্যমে স্কুলে শিক্ষার্থী ভর্তি বাতিলের পদ্ধতি বাতিলের দাবির মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা সংশোধনের লক্ষ্যে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষা না নিয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিলো। এবার তাতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমআইএইচ/জেএইচ