ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হলের দেয়ালে ছাত্রদলের পোস্টার, তোপের মুখে সরিয়ে দিল ঢাবি প্রশাসন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
হলের দেয়ালে ছাত্রদলের পোস্টার, তোপের মুখে সরিয়ে দিল ঢাবি প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের দেয়ালে ছাত্রদলের সাঁটানো পোস্টার সরিয়ে দিয়েছে হল প্রশাসন।

বুধবার (৬ নভেম্বর) রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোস্টারগুলো সরিয়ে দেওয়া হয়।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদের আশপাশে জিয়াউর রহমানের ছবি সংবলিত পোস্টার লাগিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।

পোস্টার লাগানোতে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে ৯টায় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা হল ফটকে জড়ো হয়ে পোস্টার অপসারণের দাবি জানান এবং একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে পোস্টার অপসারণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকরীদের কারণ দর্শানোর নোটিশ এবং ভবিষ্যতে হলের অভ্যন্তরে বা হলগেটে কোনো ধরনের পোস্টার যেন লাগানো না হয়, সে বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

রাত ১১টা নাগাদ ঘটনাস্থলে আসেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। পরে রাত একটার দিকে প্রক্টরিয়াল টিম এবং হল প্রশাসনের উদ্যোগে ছাত্রদলের পোস্টার সরিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের বাকি দুটি দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রাধ্যক্ষ ড. স ম আলী রেজা।

এ বিষয়ে প্রাধ্যক্ষ স ম আলী রেজা বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। পরে প্রক্টরের উপস্থিতিতে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডি পোস্টার সরিয়ে ফেলে। এরপর আমরা হল প্রশাসন থেকে একটি নোটিশ জারি করেছি, যে হলের অভ্যন্তরে বা দেয়ালে কোনো ছাত্র সংগঠনের পোস্টার লাগানো যাবে না।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।