ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হামবোল্ট ফেলোস সংবর্ধনা পেলেন শাবিপ্রবির উপাচার্য 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
হামবোল্ট ফেলোস সংবর্ধনা পেলেন শাবিপ্রবির উপাচার্য 

শাবিপ্রবি (সিলেট): অ্যাসোসিয়েশন অব হামবোল্ট ফেলোস বাংলাদেশের বৈজ্ঞানিক সেমিনার এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

এতে হামবোল্ট ফেলো’স হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় তাকে হামবোল্ট ফেলো হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে এএইচএফবি'র সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আসিম ট্রোস্টার।  

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।