ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে খেলা নিয়ে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনা তদন্তে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
রাবিতে খেলা নিয়ে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনা তদন্তে কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের এক সাংবাদিককে মারধরের ঘটনা তদন্তে পৃথক দুইটি কমিটি গঠন করা হয়েছে।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাবির আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান এবং সদস্য সচিব হিসেবে আছেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

সদস্যরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম খলিলুর রহমান শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আবু রেজা, রাবি চিকিৎসা কেন্দ্রের প্রধান (ভারপ্রাপ্ত) ডা. মাফরূহা সিদ্দিকা লিপি এবং সহকারী প্রক্টর অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম।

অন্যদিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের হাতে সাংবাদিক আবু সালেহ শোয়েব মারধরের শিকার হওয়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আছেন কলেজ পরিদর্শক অধ্যাপক এফ নজরুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন- সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুন্সী ইসরাইল হোসেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আরিফুল ইসলাম ও মাদার বখস হল প্রাধ্যক্ষ অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী।

এর আগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে সোমবার (১৮ নভেম্বর) বিকেল থেকে কয়েক দফায় বিশ্ববিদ্যালয়ের আইন ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানসহ দুই বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিক আবু সালেহ শোয়েব ভিডিও ধারণ করছিলেন। তাকে ভিডিও করতে দেখে মার্কেটিং বিভাগের আনুমানিক ৫০-৬০ জন শিক্ষার্থী তেড়ে আসেন এবং তাকে মারধর শুরু করেন। ওই সময় তাদের মধ্য থেকে ৫-৭ জন শিক্ষার্থী তার গেঞ্জির কলার চেপে ধরে জোরপূর্বক মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ডিলিট করতে বাধ্য করেন। শোয়েব সাংবাদিকতার পরিচয়পত্র দেখালেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেটি ছিড়ে ফেলেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সহকর্মী এগিয়ে এলে তাদেরও হেনস্তা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিককে মারধর ও হেনস্তার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রাবি ক্যাম্পাসে ক্রিয়াশীল তিনটি সাংবাদিক সংগঠন।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।