ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিশেষ শিশুদের জন্য ‘মজার স্কুল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিশেষ শিশুদের জন্য ‘মজার স্কুল’

ঢাকা: স্কুলে বিশেষ শিক্ষা কারিকুলামে এগিয়ে নেওয়া হয় শিক্ষার্থীদের। স্কুলে সহশিক্ষা কার্যক্রমের জন্য রয়েছে ইনডোর ও আউটডোর গেমস, নৃত্য ক্লাস, সংগীত ক্লাস এবং চিত্রাঙ্কন ক্লাস।

তাছাড়া বিনোদনের জন্য রয়েছে পার্ক। এছাড়া রয়েছে দৃষ্টিনন্দন প্লে জোন ও জিমনেসিয়াম। সব শিক্ষার্থীর জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়। বলছিলাম বিশেষ শিশুদের জন্য  ‘মজার স্কুল’ কথা।

এমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে সুবিশাল দুটি বহুতল ভবন নিয়ে প্রতিষ্ঠিত বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন।  ২০১৭ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে দরিদ্র পরিবারের ৪০৪ বিশেষ শিশু বিনামূল্যে পড়াশোনা করছে। শুধু তাই নয়, স্বাভাবিকভাবে নিজের কাজ নিজে করা, ধর্মীয় শিক্ষা, নামাজ পড়া, কেনাকাটা করতে শেখা, আর্থিক লেনদেনের হিসাব রাখা শেখানো হচ্ছে শিশুদের। সমাজে স্বাভাবিক চলাফেরা, নিজের প্রতিদিনের কাজ নিজে করতে পারা এবং স্বাবলম্বী হয়ে উঠতে আয় করার জন্য কারিগরি জ্ঞানে দক্ষ করে তোলা হচ্ছে ওদের।  

অনাবাসিক এ প্রতিষ্ঠানে স্কুলবাসে শিশু ও মায়েদের নিয়ে আসা এবং যাওয়ার ব্যবস্থাও করেছেন কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।