ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

শিক্ষা

নতুন বছরে শিক্ষার্থীরা পেল নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
নতুন বছরে শিক্ষার্থীরা পেল নতুন বই

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সকল স্কুলগুলোতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের শিক্ষকরা।

 

সকাল থেকে প্রাক প্রাথমিক থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হলেও সরবরাহ না থাকায় সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বই হাতে পাবেন ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারির মধ্যে।  

এর মধ্যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী সকল বই পেয়েছেন। চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা সদর উপজেলার ৫০ শতাংশ শিক্ষার্থী সকল বই পেয়েছেন বাকি উপজেলাগুলোতে পাননি। তবে এর মাঝেই তাদের হাতে বই তুলে দেওয়া হবে। আর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পেয়েছেন চারটি বই। এর মাঝে আছে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, আমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীরা সকল বই পেয়েছেন। এর মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণির সদর উপজেলার ৫০ শতাংশ শিক্ষার্থী বই পেলেও বাকি উপজেলাগুলোতে আজ বই পায়নি। এর মধ্যেই তাদের সকলের হাতে বই তুলে দেওয়া হবে। আজ বছরের প্রথম দিনেই সকলের হাতে বই তুলে দেওয়া হয়েছে পাশাপাশি আজ থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে আমরা চারটি বিষয়ের বই তুলে দিয়েছি আজ। বাকি বইগুলো এখনো আসেনি। এগুলো ছাপা ও অন্যান্য কাজের জন্য দেরি হচ্ছে। তবে আমরা আশা করছি ১০ থেকে ২০ জানুয়ারির মধ্যে সকলের হাতে হাতে বই পৌঁছে যাবে। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি বই সংশ্লিষ্ট সকল স্থানে।  

তিনি আরও জানান, আজ বছরের প্রথম দিন থেকে আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আমরা আজও সভা করেছি। এর মাঝে জানুয়ারি মাসজুড়ে আমাদের খেলাধুলা, তারুণ্যের উৎসব, সাংস্কৃতিক প্রোগ্রাম চলবে। পাশাপাশি জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরা হবে শিক্ষার্থীদের কাছে।  

খুব দ্রুতই সকলের হাতে নতুন বই তুলে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইউনুস ফারুকী।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫ 
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।