বরিশাল: বরিশালে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে নতুন বই। তবে তা ছিল সীমিত আকারে, তাই ছিল না কোনো আনুষ্ঠানিকতা।
জানা গেছে, বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছে। সেক্ষেত্রে শ্রেণিভেদে একত্রে সব বিষয়ের বই সব শিক্ষার্থীকে দেওয়া সম্ভব হয়নি। তারপরও নতুন বই হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
সকালে নগরের বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠের অভ্যাসের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এর আগে সকাল ১১টার দিকে নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা জানায়, বাংলা, ইংরেজি ও গণিতসহ কয়েকটি নতুন বই পেয়েছে তারা। এর কাগজ ও ছাপার মান ছিল বেশ ভালো। আর এ দিয়েই বছরের প্রথম দিন পাঠ গ্রহণ শুরু করেছে। তবে প্রথমদিনে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানেই বই বিতরণ ও ভর্তি কার্যক্রম চলমান থাকায় পাঠদান কার্যক্রম পরিচালিত হয়নি।
এদিকে অভিভাবকরা জানান, এবার বই উৎসব না হলেও কোনো কোনো বিদ্যালয় নিজ উদ্যোগে ছোট আনুষ্ঠানিকতা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছে। আর সব বই না পারলেও যে কয়টি বই তুলে দিয়েছে তা দিয়ে পাঠদান কার্যক্রম শুরু করা যাবে।
সর্বশেষ তথ্যানুযায়ী, বরিশাল বিভাগে প্রাথমিকে ৩৭ শতাংশ বই এসেছে, এর মধ্যে জেলায় ৪১ শতাংশ বই এসেছে। অপরদিকে মাধ্যমিকে বরিশাল জেলায় ৪ দশমিক ২ শতাংশ বই এসেছে। আর মাদরাসা, কারিগরি, ভোকেশনাল ও ইংরেজি ভার্সনের কোনো বই এখন পর্যন্ত আসেনি। তবে যেটুকু বই এসেছে তার সবটাই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বরিশাল বিভাগে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির বইয়ের চাহিদা রয়েছে ৪৮ লাখ ৬২ হাজার ৫৬১টি এর মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বইয়ের সংখ্যা ১৭ লাখ ৯০ হাজার ১৭টি। আর বরিশাল জেলায় জেলায় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির বইয়ের চাহিদা রয়েছে ১২ লাখ ৫৭ হাজার ৮০৯টি, এর মধ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বইয়ের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ১৩০টি।
অপরদিকে বরিশাল বিভাগে মাধ্যমিকের বইয়ের চাহিদা রয়েছে ২ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৭৯২টি, এর মধ্যে বরিশাল জেলায় মাধ্যমিকের বইয়ের চাহিদা রয়েছে ৪৯ লাখ ৩৮ হাজার ৪৯৮টি। আর ৩১ ডিসেম্বর বরিশাল জেলায় মাধ্যমিকের প্রাপ্ত বইয়ের সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৫২৬টি।
জানা গেছে, বিভাগে চাহিদার তুলনায় খুব সামান্য পরিমাণে বাংলা, ইংরেজি ও গণিত বই এসেছে। তবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সবগুলো বই শিক্ষার্থীদের হাতে দেওয়ার আশা করছেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা।
বরিশাল বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬ হাজার ২৪৪টি, এর মধ্যে বরিশাল জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ৫৯১টি। আর মাধ্যমিকে বরিশাল বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৭৫১টি।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এমএস/এএটি