ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা- ২০১৮ শুরু হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, একুশ শতকের উপযুক্ত মানবশক্তি তৈরি জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, খেলাধুলা ও সাংস্কৃতিক দিক এই তিনটি দিকের উন্নয়ন ঘটানোর জন্য বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছ।

শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মাদ সোহেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।