ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে রসায়ন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
বেরোবিতে রসায়ন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ রসায়ন অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘রসায়ন অলিম্পিয়াড-২০১৭’র রংপুর বিভাগের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারি রুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০ জন বিজয়ীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

 

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও এ অলিম্পিয়াডের রংপুর বিভাগের আহ্বায়ক এইচ এম তারিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক নুরুজ্জামান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হারুন আল রশিদ, শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘প্রত্যেক রসায়নের শিক্ষার্থীকে রসায়নের ইতিহাস জানতে হবে। ’

গত ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হয়েছিলো। এতে বিভিন্ন কলেজ থেকে প্রায় ১৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।