ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ, ধাওয়া পাল্টা-ধাওয়া

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ, ধাওয়া পাল্টা-ধাওয়া শিক্ষার্থীদের রাস্তা অবরোধ/ছবি: বাংলানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকলিপি দেওয়ার জন্য যাওয়ার সময় হাইকোর্ট মোড়ে এ ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় বিক্ষোভকারী তিন ছাত্রকে আটক করে তারা।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অংশ দেয়। এসময় কোটা সংস্কারে পাঁচ দফা দাবি ও পুলিশির বাঁধার নিন্দা জানিয়ে স্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরবর্তীতে দুপুর ১টার দিকে অবরোধ তুলে দিয়ে আগামী ১৮ মার্চ সারাদেশে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনাসহ পাঁচ দফা দাবিতে এ আন্দোলন করছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।