ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইংরেজিতে ভালো করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
ইংরেজিতে ভালো করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

ঢাকা: সাতটি শিক্ষা বোর্ডের তুলনায় মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ২০১৮ সালের আলিম পরীক্ষায় ইংরেজি বিষয়ে ভালো ফলাফল করেছেন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) প্রকাশিত বিষয়ভিত্তিক ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, ইংরেজিতে মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৯৯ শতাংশ। বোর্ডটির ৯৭ হাজার ৫শ’ ৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৬ হাজার ৭৭২ জন।


 
শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করেছে সিলেট শিক্ষা বোর্ড। বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩৩ শতাংশ।  

আর ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ড ৭৫ দশমিক ৪৮ শতাংশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ৭৩ দশমিক ৭৪ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ড ৭৩ দশমিক ৩৫ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ড ৭২ দশমিক ৬৭ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ড ৭১ দশমিক ৬ শতাংশ, দিনাজপুর শিক্ষা বোর্ড ৬৫ দশমিক ৫১ শতাংশ, যশোর শিক্ষা বোর্ড ৬৫ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছেন।
 
বৃহস্পতিবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
 
এ বছর ১০ শিক্ষা বোর্ডে পাসের গড় হার  ৬৬ দশমিক ৬৪ শতাংশ। মোট পাস করেছেন ৮ লাখ ৫৮ হাজার ১০১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।