ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবি’র সন্ধ্যাকালীন মাস্টার্সে ভর্তির সুযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
কুবি’র সন্ধ্যাকালীন মাস্টার্সে ভর্তির সুযোগ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইংরেজি বিভাগের অধীনে সন্ধ্যাকালীন মাস্টার্সে (ইএমএ, সিক্সথ ইন্টেক) ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগমী ৯ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৪ জুলাই) ইংরেজি বিভাগের মাস্টার্স কোর্সের পরিচালক সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভর্তিচ্ছুদের যেকোনো বিভাগ থেকে স্নাতক (সম্মান) অথবা ডিগ্রি (পাসকোর্স) সম্পন্নকারী হতে হবে।

কোর্সের মোট সময়কাল হবে ১৮ মাস। মোট কোর্স ১৬টি এবং মোট ক্রেডিট সংখ্যা ৪৮। ভর্তি ফি আট হাজার টাকা এবং (প্রতি ক্রেডিট এক হাজার ৫শ টাকা করে) মোট টিউশন ফি ৮০ হাজার টাকা।

সন্ধ্যাকালীন এ মাস্টার্স কোর্সের অধীনে শুধু মাত্র ইংরেজি বিভাগে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আগামী ২১ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট http://cou.ac.bd/allnotice/273 এবং মোবইল ০১৭২৩২৯২৪৬৯ এ পাওয়া যাবে।  

এছাড়াও শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন কোর্সে বৃত্তি পাওয়ার সুযোগও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।