ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
ঈদের ছুটি শেষে বাকৃবিতে ক্লাস-পরীক্ষা শুরু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

বাকৃবি (ময়মনসিংহ): পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

ইতোমধ্যেই অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে চলে এসেছেন।

তবে ক্লাস শুরুর আগের দিন আবাসিক হল খোলায় শিক্ষার্থীদের অনেক ভোগান্তি হয়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।  

ঈদের ছুটি শেষের অন্তত দু’দিন আগে থেকে আবাসিক হলগুলো খোলা রাখা উচিত বলে মনে করেন কৃষি অনুষদের শিক্ষার্থী জাহিদ হাসান।  

ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঈদুল আজহা উপলক্ষে রোববার (১৯ আগস্ট) থেকে সোমবার (২৭ আগস্ট) পর্যন্ত সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার (২৮ আগস্ট) থেকে নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম চালু হয়েছে।  

আবাসিক হল সমূহের বন্ধ থাকার বিষয়ে তিনি বলেন, রোববার (১৯ আগস্ট) সকাল ১০টার মধ্যে আবাসিক হলগুলোর সব কক্ষ সিলগালা করে দেওয়া হয়। সোমবার (২৭ আগস্ট) সকাল ১০টার পর হলগুলো খুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।