ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরীক্ষার আট মাসেও ফল পাননি তিতুমীরের শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
পরীক্ষার আট মাসেও ফল পাননি তিতুমীরের শিক্ষার্থীরা স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আট মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশিত হয়নি রাজধানীর সরকারি তিতুমীর কলেজের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ নিয়ে স্মারকলিপি দিয়েছেন।  

রোববার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর কাছে বিবিএস শেষ বর্ষ (২০১২-১৩) ও বিএ প্রথম বর্ষের (২০১৫-১৬) শিক্ষার্থীদের প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন।  

স্মারকলিপিতে পরীক্ষার ফলাফল প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা।

বিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী পাভেল ভুইয়া ও বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির জানান, রাজধানীর সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের জানুয়ারি মাসে পরীক্ষা শেষও হয়। সেপ্টেম্বর মাস চললেও এখনও পরীক্ষার ফলাফল ঘোষণা করেনি বিশ্বিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না। একই সেশনের অন্য কলেজের শিক্ষার্থীরা ২ থেকে ৩ বছর সিনিয়র হয়ে গেছে।  

ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী বলেন, পরীক্ষা শেষ হওয়ার সাত/আট মাস পেরিয়ে গেলেও ফলাফল না পাওয়াটা সত্যিই দুঃখজনক।  

ঢাবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সানাউল্লাহ বলেন, ডিগ্রী পাস কোর্স শিক্ষার্থীদের বিষয়ে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে মিটিং হয়েছে। দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এসকেবি/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।