আগামী ১০ দিনের মধ্যে তার বরখাস্তের আদেশ কার্যকর করে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে প্রতিষ্ঠানের সভাপতি, প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্যদকে চিঠিও দেওয়া হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফীউল্লাহ বাংলানিউজকে বলেন, শহীদ মডেল স্কুল ও ক্যাডেট কোচিং এর সিরাজগঞ্জ শাখার পরিচালক হাসানুজ্জামান তালুকদার রঞ্জুর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারপিট ও তার অভিভাবককে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে।
প্রসঙ্গত, অসুস্থতার কারণে চলতি বছরের ৬ মার্চ ক্লাসে অনুপস্থিত থাকায় শহীদ ক্যাডেট কোচিংয়ে অধ্যায়নরত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাবেদুল ইসলাম খানকে মারধর করেন রঞ্জু। এর প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীর মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা ফারজানা আক্তার জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এসআই