বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচনটি হওয়ার কথা ছিল; যা স্থগিত করা হয়।
পরে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম অপু বাংলানিউজকে নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, এ প্রতিষ্ঠানে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রনয়ণ এবং বিধি লঙ্ঘন করে দাতা সদস্য নিয়োগের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন অভিভাবক কাজী মোশারফ হোসেন। পরে ২০ সেপ্টেম্বর তাদের নির্বাচন করার কথা থাকলেও মামলার কারণে তা আর হয়নি। উপজেলা প্রশাসন স্থগিত করে দেয়।
এদিকে, বিধি লঙ্ঘন করে দাতা সদস্য মনোনীত করার অভিযোগে আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খাঁন সেলিম।
এই মামলায় স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মাহমুদ হাসান সুমনসহ ছয়জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এমএএএম/টিএ