শনিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটা থাকবে এমন প্রস্তাব করা হয়েছে।
সমাবেশ থেকে বেশ কিছু দাবি পেশ করা হয়। দাবির মধ্যে রয়েছে-জাতীর পিতা, প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনা; মুক্তিযোদ্ধা কোটা চলমান রেখে সব মন্ত্রণালয় ও বিভাগে কোটার শূন্য পদ সংরক্ষণ করে বিশেষ নিয়োগের ব্যবস্থা করা ও ১৯৭২ থেকে ২০১৮ পর্যন্ত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদগুলোতে চলতি বছরেই নিয়োগের ব্যবস্থা করা।
সমাবেশে আমরা মুক্তিযোদ্ধার সন্তান'র সাধারণ সম্পাদক রাশেদুর রহমান শাহীন, যুগ্ম সম্পাদক আহমেদ রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
ইএআর/আরআর