তিনি বলেন, 'আজ রাজনীতি ও দেশ পরিচালনায় শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে আদর্শ, অনুসরণীয় ব্যক্তিত্ব। তার নেতৃত্বে বাংলাদেশ আজ গর্বিত।
২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির প্রথমদিন সোমবার (২৪ সেপ্টম্বর) সকালে নোবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এসব কথা বলেন।
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেনসহ নোবিপ্রবির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নেন।
সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যার কারণে বিশ্ববাসীর কাছে বাংলাদেশ আজ পরিচিত। বাংলাদেশ মানেই শেখ হাসিনা।
নোবিপ্রবির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি বের করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, সমিতি-
সংগঠন ও পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মাধ্যমে র্যালিটি শেষ হয়। র্যালি শুরুর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআই