বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ‘নতুন মাছ চাষপদ্ধতি ও উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।
অনুষ্ঠানে তারাকান্দা জামালপুর ও মুক্তাগাছা উপজেলার ৩০ জন পাঙ্গাস ও তেলাপিয়া খামারি ও হ্যাচারি মালিক উপস্থিত ছিলেন।
অ্যাকুয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াসউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে মাছের উৎপাদন বাড়ানো ও গুণগত মান বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, পিএইচডি গবেষক নিয়াজ আল হাসান ও মো. মেহেদী হাসান।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি