ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সমাবর্তন উপলক্ষে পরিচ্ছন্নতায় ঢাবি ট্যুরিজম বিভাগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
সমাবর্তন উপলক্ষে পরিচ্ছন্নতায় ঢাবি ট্যুরিজম বিভাগ ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‌্যালি/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালযের ৫১তম সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় নেমেছে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

‘পরিচ্ছন্ন বিশ্ববিদ্যালয় আমাদের প্রত্যয় স্লোগান’ নিয়ে আয়োজিত কর্মসূচিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



বিভাগের চেয়ারম্যান ড. বদরুজ্জামান ভূইয়া বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠ ও কার্জনের চারপাশ পরিচ্ছন্ন করব। এর মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করব যেন সারা বছর ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকে।

কর্মসূচিতে অংশ নিয়েছে ট্যুরিজম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ নামের সংগঠন। সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাংলানিউজকে বলেন, পর্যটন দিবসের সময় আমাদের সংগঠনের যাত্রা। আমরা ট্যুরিজম বিভাগের শিক্ষার্থীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব দেশের সব ট্যুরিজম স্পটে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসকেবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।