ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে গাঁজাসহ ৬ বহিরাগত আটক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
শাবিপ্রবিতে গাঁজাসহ ৬ বহিরাগত আটক

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজাসহ ছয় বহিরাগতকে আটক এবং ১০ শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। 

শুক্রবার (০৯ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টায় তাদের জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-সোয়াব আলী, মিলন মিয়া, মইনুল মিয়া, এইচএসসি পরীক্ষার্থী অর্ঘ্য সরকার, সালেহ আহমেদ ও পল্লল আহমেদ।  

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকেলে ক্যাম্পাসে এসে আটক হন বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিলারগাঁও এলাকার গাঁজা বিক্রি সিন্ডিকেটের হোতা সোয়াব আলী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা পর্যন্ত আরও ১৫ জনকে আটক ও জিজ্ঞাসাবাদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এসময় বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তারা হলেন স্থাপত্য বিভাগের মুরশিদুল মুকারাব্বিন ওরিয়ন, পদার্থ বিজ্ঞান বিভাগের সাজিদ মোস্তফা ও এ এম আবু সাবিত, আইপিই বিভাগের রেজা সোয়েব ও ওমর ফারুক, বিএমবি বিভাগের আহমদুর রহমান, এফইটি বিভাগের ফাহাদ বিন আহমেদ ও আশিক আরাফাত, পিএমই বিভাগের খালিদ আল রাফি এবং রসায়ন বিভাগের রাকিবুল ইসলাম।  
আর বহিরাগত ছয়জনকে থানায় সোপর্দ করা হয়।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের যে ১০ ছাত্রকে আটক করা হয় তাদের অনেকের ফাইনাল পরীক্ষা থাকায় সতর্ক করে ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদের আটক ও পরে ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি প্রক্টরিয়াল কমিটি।  

প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ জানান, সোয়াব আলী গাঁজা বিক্রি চক্রের মূল হোতা। তার কাছ থেকে মোট ৩২ পুরিয়া গাঁজা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দিন ধরেই সোয়াব আলীকে খুঁজছিল।  

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে প্রশাসন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।