শনিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলা বিভাগের অধ্যাপক ও চিহ্নপ্রধান ড. শহীদ ইকবাল।
তিনি বলেন, ১১ মার্চ সকাল ১০টায় জাতীয় সংগীত ও শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত কথাশিল্পী দেবেশ রায়।
শহীদ ইকবাল আরও বলেন, মেলায় লেখক সরকার মাসুদকে সৃজনশীল ও হোসেন উদ্দীন হোসেনকে মননশীল লেখনীর জন্য চিহ্ন পুরস্কার দেওয়া হবে। এছাড়াও মেলায় অংশ নেওয়া দুই বাংলার ছোট কাগজগুলোর মধ্যে আটটি কাগজকে সম্মাননা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, রাবির বাংলা বিভাগের শিক্ষক সাইদুল আম্বিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক আবুল ফজল প্রমুখ।
২০১১ সাল থেকে প্রতি তিন বছর অন্তর এ মেলার আয়োজন করে আসছে ছোট কাগজ চিহ্ন।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি